সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে এস এইচ এন্টারপ্রাইজ নামে একটি পুরাতন জাহাজ ভাঙা ইয়ার্ডে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল গুলি ফুটিয়ে লুট করে নিয়ে গেছে প্রায় ১০ লক্ষ টাকার স্ক্র্যাপ লোহা।
মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল সাগর উপকূলীয় এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদল সাগর উপকূলে দুইটি বোট নিয়ে এসে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে শিপইয়ার্ডের জলসীমায় প্রবেশ করে। এসময় ইয়ার্ডে কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ, মো. নাসির উদ্দিন, মো. আয়াতুল্লাহ নামে এই তিন প্রহরী বাধা দিতে গেলে তাদের মেরে আহত করে জিম্মি করে রাখে।
ডাকাতরা চলে গেলে আশেপাশের অন্যান্যরা এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যায়।
শিপইয়ার্ড কর্মকর্তা মোহাম্মদ মোহসিন বলেন, ডাকাতির বিষয়টি জানার পর আমি তাৎক্ষণিক ফোন করে পুলিশকে বিষয়টি জানাই। এর কিছুক্ষণ পর টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের ধরতে গেলেও ব্যর্থ হয়। এসময় পুলিশের দিকে গুলি ছুড়তে ছুড়তে বোটে উঠে পালিয়ে যেতে সক্ষম হয় তারা। সঙ্গে নিয়ে যায় অন্তত ১০ লক্ষ টাকার স্ক্র্যাপ।
তবে এ বিষয়টি নিয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/কামরুল/জেএইচ