রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফকিরাঘাটস্থ জ্বালাকুমারী মাতৃমন্দির এর পেছন থেকে তাকে ধরা হয়।
এসময় তার কাছ থেকে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার নাম মো. বেলাল (৩০)। সে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। এসময় একই এলাকার আইয়ুব আলীর ছেলে মো. ইয়াকুব আলী (৩৬) নামে আরও একজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তারা ইয়াবাসহ জ্বালাকুমারী মাতৃমন্দিরের পেছনে পশ্চিম পাশ্বের তিন রাস্তার মোড়ে ইটের সলিং রাস্তার উপর অবস্থান করার গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ বেলালকে ধরতে পারলেও পালিয়ে যায় ইয়াকুব। তার কাছ থেকে একটি রিডমি এ্যান্ড্রয়েড মোবাইল এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। গ্রেফতার বেলালকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন