কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে কর্ণফুলী নদীর বেতাগী ইউনিয়নে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে লক্ষ্মীপুর জেলার মো. শাহীন, রিপন উদ্দিন ও বরিশাল জেলা মো. সোলায়মান (বরিশাল) এর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয় এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, কর্ণফুলী নদীর তলদেশ কেটে অবৈধভাবে বালু তোলায় নদীর প্রবাহ ব্যাহত হচ্ছে ও পরিবেশের ক্ষতি হচ্ছে। এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। অভিযানে রাঙ্গুনিয়া থানা-পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top