পড়া হয়েছে: 55
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর এক অভিযানে দেড় লাখ টাকা মূল্যের সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার সরফভাটার কাছে শিলক ব্রীজ এলাকা থেকে সেগুন গোল কাঠগুলো জব্দ করা হয়। এসময় কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কাঠগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান।
তিনি জানান, জব্দকৃত গাছগুলো পরিমাপ করে দেখা যায়, এতে ১৭১ টুকরো সেগুন গাছ রয়েছে। যারমধ্যে রয়েছে ১২৯.৪৭ ঘনফুট কাঠ। এই ব্যাপারে বুধবার মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ