চাটগাঁ নিউজ ডেস্ক : আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনী ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারী হলে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ডা. রবিউল হোসেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী এর ম্যানেজিং ট্রাস্টি।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।
এতে বিশেষ অতিথি ছিলেন প্রফেসরিয়াল ফেলো ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও সাংবাদিক আবুল মোমেন।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের মেডিক্যাল ডিরেক্টর সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক, সমাজসেবক, সংগঠক ও বিশ্বমানের চিকিৎসা উদ্যোক্তা। তাঁর সৃষ্টিশীল যাবতীয় কর্মযজ্ঞ ‘প্লেজার অ্যান্ড পেইন’ গ্রন্থটিতে স্থান পেয়েছে। যা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়।
তিনি বলেন, মানুষের জীবনকে বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। মহৎ কর্মই মানুষকে অমরত্ব দান করে। ভাল কাজই মানুষকে এক যুগ থেকে অন্য যুগে পৌঁছে দেয়। মানুষকে শ্রদ্ধা, ভক্তি ভালোবাসায় সিক্ত করে। অসংখ্য মানুষ এসেছে, অনেকে চলে গেছে। কিন্তু মহাকালের যাত্রায় স্থান করে নিয়েছে খুব অল্প সংখ্যক মানুষ। তাঁদেরকে বাঁচিয়ে রেখেছে তাঁদের মহৎকর্ম। তেমনি অধ্যাপক ডা. রবিউল হোসেনও যুগ যুগ ধরে তাঁর কর্মে সবার হৃদয়ে থাকবেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের অফথালমোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইফুদ্দীন মোহাম্মদ তারেক, ডা. গোলাম মোস্তফা চৌধুরী, প্রফেসর ডা. নুরুল গনি, মীরসরাই অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম এর সভাপতি অ্যাডভোকেট মাহফুজুল হক মনি, গ্রন্থটির সহ-লেখক ও সম্পাদক উত্তম কুমার আচার্য্য, আবির প্রকাশনের সত্ত্বাধিকারী মোহাম্মদ নুরুল আবছার, গ্রন্থটির প্রচ্ছদ ও আলোকচিত্রী শহীদ ফারুকী প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদ, ওএসবি চট্টগ্রাম, ডা. আহমেদুর রহমান রিসার্স সেন্টার, ওহাদুর নেছা মাধ্যমিক বিদ্যালয়, মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম, মিরসরাই এডুকেশন সোসাইটি, ইকো ফ্রেন্ডস, অ্যারিস্টোফার্মা লিমিটেড, কাঠাছড়া গ্রাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে মনোগ্রাম খচিত ক্রেস্ট আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ ডা. রবিউল হোসেনের হাতে তুলে দেওয়া হয়।
চাটগাঁ নিউজ/এসএ