অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছে মেধাবী শিক্ষার্থী সারোয়ার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ‘দি ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্‌ অফ বাংলাদেশ’ এর এ্যাডভান্স লেভেল পর্যায়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সারোয়ার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। একইদিন বাদে আসর বেতাগী মধ্য আমির পাড়া হোসাইনীয়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে তার লাশ দাফন করা হয়৷

মৃত্যুকালে তিনি মা, এক ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পিতাহারা সারোয়ার তার পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি ছিলেন।

২০১৭ সাল থেকে লিভার সমস্যায় আক্রান্ত সারোয়ার ২০১৮ সালে সুস্থ হন। এরমধ্যে একটি চাকুরির পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লেভেল -১ শেষ করে লেভেল-২ তে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার আগেই পুন:রায় লিভার সমস্যা দেখা দেয় এবং অবস্থা গুরুতর হয়। একপর্যায়ে তা লিভার সিরোসিসে রূপ নেয়।

এভাবে দীর্ঘদিন এই ব্যয়বহুল অসুস্থতার খরচ চালাতে গিয়ে এলাকার যুব সমাজের উদ্যোগে “উই স্ট্যান্ড ফর সারোয়ার” প্লাটফর্মে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসেন। লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য তার নিজ বোন নিজের লিভার দিতেও রাজী হয়ে যায়। তবে তার আগেই মৃত্যুর কাছে হার মেনে চির বিদায় নেয় মেধাবী এই শিক্ষার্থী। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল ক্ষুদে বার্তায় শোক প্রকাশ করেছেন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top