চট্টগ্রাম বন্দরে যুক্ত হলো আরও ১০ গ্যান্ট্রি ক্রেন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার ওঠানো-নামানোর কাজের জন্য নতুন ১০টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি) আনা হয়েছে। আগামী মাস (নভেম্বর) থেকে ক্রেনগুলো ব্যবহার শুরু হবে। এ নিয়ে টার্মিনালটিতে এ পর্যন্ত ১৪টি ক্রেন যুক্ত হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি অনুযায়ী সৌদি আরবের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। দুই বছরের মধ্যে অর্থাৎ আগামী বছরের জুনের মধ্যে টার্মিনালটিতে সব যন্ত্রপাতি স্থাপন করার কথা রয়েছে।

জানা যায়, গত বছরের জুনে পিসিটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় সৌদি আরবের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটিকে দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশের প্রথমবারের মতো বন্দরের টার্মিনাল পিপিপির আওতায় দীর্ঘমেয়াদে পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। টার্মিনালটিতে তিনটি জেটি রয়েছে।

আরএসজিটি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ক্রেনগুলো সর্বোচ্চ ৪১ টন ওজনের কনটেইনার তুলতে সক্ষম। বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমন্বয়ে চালিত ক্রেনগুলো জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ কমাবে। স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে কনটেইনার পরিচালন কাজে গতি বাড়বে। আগামী মাস (নভেম্বর) থেকে ক্রেনগুলো ব্যবহার শুরু হবে।

আরএসজিটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যারউইন হেইজ জানান, নতুন এ যন্ত্রগুলো টার্মিনালটির কাজের গতি, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top