আনোয়ারায় চালক হত্যাকাণ্ডের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় চাঞ্চল্যকর সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ (২২) হত্যাকাণ্ডের মামলায় আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলার একটি ভাড়া বাসা থেকে আশরাফুল ইসলামকে (২৫) গ্রেফতার করে আনোয়ারা থানা পুলিশ।

গ্রেফতার আশরাফুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সাজ্জাদ হত্যার রাতে সেও ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়। চক্রটির মূল উদ্দেশ্য ছিল সিএনজি ছিনতাই। তারা রিজার্ভ যাত্রী সেজে নির্জন স্থানে চালককে নিয়ে যেত, এরপর মুখ ও হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যা করত।

পুলিশ সূত্রে জানা যায়, ‘গামছা গ্যাং’ এর অন্যতম সদস্য সুমন নামের এক ব্যক্তি নেশার ঘোরে ভুক্তভোগীদের চোখ উপড়ে ফেলত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তার হাতে এখন পর্যন্ত অন্তত ২৬-২৭ জন তাদের আক্রমণের শিকার। নিহত সাজ্জাদও তাদের মধ্যে একজন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেফতার আশরাফুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা চক্রটির গঠন, উদ্দেশ্য ও অন্য সদস্যদের পরিচয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তাকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, গামছা গ্যাং আনোয়ারা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা ছিনতাই, চুরি ও হত্যাকাণ্ড চালিয়ে আসছে। এটি একটি সংগঠিত অপরাধচক্র, যাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, আশরাফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং পলাতক আসামিদের অবস্থান শনাক্তে অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top