কক্সবাজারে হত্যার ১২ ঘণ্টা মধ্যে প্রধান আসামি রায়হান গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার পৌরসভাস্থ লাইট হাউজ পাড়া এলাকায় তুচ্ছ ঘটনার জেরে সরোয়ার কামাল (২৪) নামের এক যুবককে হত্যার ১২ ঘণ্টা মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের লাইট হাউজ পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ রায়হান (২৪) নিহত সরোয়ার কামাল তার আপন মামাতো ভাই এবং তারা দুজনই পেশায় রংমিস্ত্রি ছিলেন। নিহত সরোয়ার কামাল একই এলাকার মো. আবুল কালামের ছেলে। আর গ্রেপ্তার রায়হান একই এলাকার আতিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর শনিবার সকাল সোয়া ১১টার দিকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়ায় রংমিস্ত্রির কাজ নিয়ে সরোয়ার ও রায়হানের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান ক্ষিপ্ত হয়ে কাঁচের টুকরা দিয়ে সরোয়ারের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একটি আভিযানিক দল লাইট হাউজ পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, প্রধান আসামি মোহাম্মদ রায়হানকে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তার নিজ এলাকা লাইট হাউজ পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top