মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৯

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।

আটকৃতরা হল- মোহাম্মদ আলী (৫০), মানিক (৩০), গিয়াস উদ্দিন (৪৫), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫০), সবুজ (২৮), আতিকুর রহমান (৩৫), রিজওয়ান (২৯) ও নাজেম উদ্দিন (৩৬)। সবাই মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।

শনিবার (১৮ অক্টোবর) মোহাম্মদ শাহ ঘোনা ও টেকপাড়া এলাকায় বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানের পর গতকাল রাত ১০দিকে এক সংবাদ ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায়, কালারমারছড়া এলাকায় দীর্ঘদিন ধরে সশস্ত্র একটি গ্রুপ স্থানীয় জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে লবণের মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করে রেখেছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড গোয়েন্দা তৎপরতা বাড়ায়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, দুটি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, কোস্ট গার্ডের অভিযান হয়েছে কালারমারছড়ায়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রাতে থানায় সোপর্দ করেছে। আজ রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top