চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই সনদে সই না করার কারণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, সনদের বাস্তবায়ন আদেশ ও পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা না দেখা পর্যন্ত তারা এতে সই করবে না।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এনসিপির ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছে দলটি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে– তারা জুলাই সনদে সই করবে না, কারণ তারা সনদ এবং তার বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা না দেখার আগে সই করতে প্রস্তুত নয়।
বলা হয়েছে, দলটি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার দলিল বা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না। তাদের মতে, এই সনদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর প্রতিষ্ঠা করা। এজন্য সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি সুস্পষ্ট হওয়া প্রয়োজন।
রাজনৈতিক দলগুলো দীর্ঘ এক বছর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়ায় একমত হয়েছে। তবে, এনসিপি মনে করে সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতির স্পষ্ট উল্লেখ নেই, যা জনগণের সঙ্গে প্রতারণার সমতুল্য হতে পারে।
এনসিপি আরও তিনটি শর্ত উত্থাপন করেছে, যা পূর্ণ হওয়া ছাড়া তারা সনদে স্বাক্ষর করবে না।
শর্ত ৩ টি হলো-
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া এবং গণভোটের প্রশ্ন জনগণের কাছে প্রকাশিত হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জনগণের সার্বভৌম অভিপ্রায় হিসেবে খসড়া আদেশ জারি করবেন।
গণভোটের মাধ্যমে জনগণ সনদে ‘হ্যাঁ’ বললে নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না, এবং নির্বাচিত সংসদ নতুন সংবিধান প্রণয়ন করবে, যার নাম হবে বাংলাদেশ সংবিধান, ২০২৬।
এনসিপির বক্তব্য— অন্যান্য কিছু দল বাহাত্তরের মুজিববাদী সংবিধানের মূলনীতি রক্ষা করতে গিয়ে সনদে সই না করলেও তাদের অবস্থান এনসিপির অবস্থানের সঙ্গে মৌলিকভাবে আলাদা।
চাটগাঁ নিউজ/জেএইচ