গৃহস্থ গেছে বিয়ের অনুষ্ঠানে, ঘরে ঘটলো দুর্ধর্ষ চুরি

চাটগাঁ নিউজ ডেস্ক: বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড নুরুল হুদার নতুন বাড়ির বেগম নজুমিয়া মঞ্জিলে চুরির ঘটনা ঘটেছে।

বৃহষ্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড নুরুল হুদার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য শাহনাজ বেগম বলেন, আমার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। এসে দেখি ঘর চুরি হয়ে গেছে। ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল, তিনটি মোবাইল ও ঘরের দলিলপত্র নিয়ে গেছে।

ঘরে সিসি ক্যামেরা থাকায় ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যায়, যাতে চোরকে সনাক্ত করতে না পারি। ঘরের দেওয়াল পার হয়ে চুরি করেছে। ঘরের সামনের গেটের তালাগুলো সুরক্ষিত অবস্থায় ছিল। ঘরের ভিতরের দরজার তালাগুলো ভেঙেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সচরাচর জায়গা জমির কাগজ চোর নিয়ে যায় না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top