চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চান্দগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮০ রাউন্ড তাজা গুলি, একটি বৈদ্যুতিক স্টান গান, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, ইয়াবা ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ৯ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. ইকবাল হোসেন।
গ্রেপ্তার দুইজন হলেন- ফটিকছড়ির জাহানপুর এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. শাহজাহান (৪৫) ও হাটহাজারীর উত্তর মাদার্শার মৃত মো. মুছা ছেলে মো. লোকমান (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন