পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় সংঘবদ্ধ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া এক ভরি স্বর্ণের চেইন এবং বিক্রয়লব্ধ নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল মোস্তাফা জানান, শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি এলাকার শারমিন জান্নাতের বাসায় ওই চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওইদিন দুপুরে শারমিন জন্নাত ঘরে একা ছিলেন, তার স্বামী প্রবাসে থাকেন। এ সময় একদল নারী তার দরজায় কড়া নাড়লে দরজা খোলার পর তারা বাথরুম ব্যবহার করার অনুরোধ জানায়। তিনি অনুমতি দিলে কয়েকজন ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তাদের একজন টিস্যু হাতে নিয়ে আচমকা শারমিনের মুখের সামনে ঝাঁকান। মুহূর্তেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার কানে থাকা ৮ আনা ওজনের দুল (মূল্য প্রায় ১ লাখ ৬ হাজার টাকা) এবং গলায় থাকা দেড় ভরি ওজনের চেইন (মূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা) নিয়ে পালিয়ে যান।
পরে প্রতিবেশীরা এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পানি খাওয়ালে জ্ঞান ফিরে আসে। স্বর্ণালংকার না পেয়ে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান। স্থানীয়দের সহযোগিতায় চকরিয়া থানার পহরচাঁদা সীমান্ত এলাকা থেকে দুই নারী — রেণু বেগম (৬০) ও মুক্তা বেগমকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়া ও এসআই সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের আমিরাবাদ এলাকার নাজিম কলোনি থেকে চক্রের আরও ছয় সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন – রুবি বেগম (৩৭), গোলাপী বেগম (৫৮), কাকলী বেগম (২৫), রৌশন আরা বেগম (৬০), শেফালী বেগম (৪৫) ও সেলিম সওদাগর (২৮)।
পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা চুরি করা স্বর্ণালংকারগুলো আমিরাবাদ বাজারের বৈশাখী জুয়েলার্সে বিক্রি করেছেন। পরে দোকানটি থেকে চেইন উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে বিক্রয়লব্ধ নগদ ১ লাখ ১৫ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ। ঘটনার পর গৃহবধূ শারমিন জান্নাত বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করেন।
ওসি সিরাজুল আরও জানান, এটি সংঘবদ্ধ নারীচোর চক্র, যারা প্রতারণার কৌশলে বাসায় প্রবেশ করে অজ্ঞান করার পর স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরি করত। তাদের আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সুমন/এমকেএন