খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, আজ ফিরতে পারেন বাসায়

চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়।

সবকিছু স্বাভাবিক থাকলে আজ শুক্রবার (১৭ অক্টোবর) হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য শুক্রবার সকালে গণমাধ্যমকে জানান, ম্যাডামের শারীরিক দুর্বলতা অনুভূত হচ্ছিল। তাই দ্রুত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়। বলা যায় এটি রুটিন চেকআপ। রিপোর্টগুলো সন্তোষজনক এসেছে। আশা করছি শুক্রবার বাসায় ফিরতে পারবেন।

তিনি আরও জানান, ফলোআপ চিকিৎসা বাসা থেকেই চলবে। লন্ডনে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বুধবার রাত ১২টা ২০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। রাতভর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল। পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে আরও এক-দুদিন রাখা হতে পারে।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সার্বিক খোঁজখবর রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতেও স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। পরীক্ষার পর সেদিনই বাসায় ফেরেন। গত বছরের সেপ্টেম্বরেও তিনি দীর্ঘদিন চিকিৎসা শেষে হাসপাতালে থেকে ফিরেছিলেন গুলশানের বাসভবনে।

লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top