১৮ ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এলো ইপিজেড টেক্সটাইল কারখানার আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকার ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানায় লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ৮টায় তা নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর অবশেষে সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভবনের ভেতরে নির্বাপণের কাজ চলছে। আগুনের উৎস কোথায় এবং কীভাবে শুরু হয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে আটতলা ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। দ্রুতই তা ছড়িয়ে পড়ে সপ্তম ও ষষ্ঠ তলায়। খবর পেয়ে ইপিজেড বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে প্রথমে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আধাঘণ্টার মধ্যে আরও ৮টি ইউনিট যোগ দেয়। পরে নৌবাহিনীর পাঁচটি, বিমানবাহিনীর একটি এবং সেনাবাহিনীর একটি নিয়মিত টিম যৌথভাবে কাজ শুরু করে।

পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনীর মোট ২৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন ভবনের ভেতরে নির্বাপণের কাজ চলছে। ভবনের বিভিন্ন স্থানে এখনো ধোঁয়া ও ছিটেফোঁটা আগুন দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস জানায়, সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ভবনটিতে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি নামের দুটি প্রতিষ্ঠান আছে। ভবনটির আটতলা খালি। সাততলায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদাম। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। অ্যাডামস ক্যাপে টাওয়েল ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিকেল গাউনসহ চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top