শঙ্খ নদী থেকে ভাসমান অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশের শঙ্খ নদী থেকে ভাসমান অবস্থায় আঁখি আকতার (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশু আঁখি আকতার আঙ্গুর মিয়ার মেয়ে। তার বাড়ি গাইবান্ধায় হলেও দোহাজারীতে ভাড়া বাসায় থাকতেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে ফায়ার সার্ভিস নদী থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) নদীর দোহাজারী ব্রিজের পূর্ব পাশে কয়েকজন গোসল করতে নামলে সেখান থেকে আঁখি হারিয়ে যায়। পরে শঙ্খ নদীর বৈলতলী দ্বীপপাড়া এলাকায় শঙ্খ নদীতে ভেসে উঠে তার লাশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top