আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুইটি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি ঘটেছে। উপজেলার আনোয়ারা সরকারি কলেজ ও বটতলী শাহ মোহসেন আউলিয়া (রহ.) ডিগ্রি কলেজের ফলাফল আশানুরূপ হয়নি বলে জানা গেছে।
আনোয়ারা সরকারি কলেজ সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১,৪৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮৪৯ জন, ফেল করেছে ৬১০ জন শিক্ষার্থী। পাশের হার ৫৮ দশমিক ১৯ শতাংশ। পুরো কলেজে মাত্র ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, “ফলাফল আশানুরূপ হয়নি। সারাদেশের অবস্থাও প্রায় একই রকম। শিক্ষার্থীদের পড়াশোনার ধরণ বদলাতে হবে। শুধুমাত্র পরীক্ষার ফলের জন্য নয়, শেখার উদ্দেশ্যে পড়াশোনায় মনোযোগী হতে হবে।”
অন্যদিকে উপজেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বটতলী শাহ মোহসেন আউলিয়া (রহ.) ডিগ্রি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ৭৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৩৬ জন এবং ফেল করেছে ৫৩২ জন। পাশের হার ৩০ শতাংশ। এ কলেজ থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দে বলেন, “ফলাফল হতাশাজনক হলেও আমরা এটাকে পরিবর্তনের সুযোগ হিসেবে নিচ্ছি। ভবিষ্যতে ভালো ফল অর্জনে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে আরও সচেতনভাবে কাজ করতে হবে।”
এদিকে কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের সন্তানদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে না পারাটাই মূল ব্যর্থতা। শুধু শিক্ষকদের দোষ দিয়ে দায় এড়ানো যাবে না। অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী, সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আনোয়ারার কিছু কলেজে অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু শিক্ষার মান উন্নয়ন হয়নি। এসব কলেজের ওপর বিশেষ নজরদারি বাড়ানো হবে।”
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন