আনোয়ারায় মেরিন একাডেমির ছাঁদ থেকে পড়ে শিক্ষার্থী আহত

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় মাস মেরিন একাডেমির ভবনের ছাঁদ থেকে পড়ে সপ্তম বর্ষের এক শিক্ষার্থী রহস্যজনক গুরুতর আহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে শিক্ষার্থীটি চিকিৎসাধীন রয়েছে।

একাডেমি কর্তৃপক্ষের দাবী, শিক্ষার্থীটি পরীক্ষায় নকল করার বিষয়ে শিক্ষক বকাবকি করলে অভিমান করে একাডেমীর তৃতীয় তলার ছাঁদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে একাডেমির ভেতরে। আহত শিক্ষার্থী মো. মুশফিক (২১)৷ তিনি সপ্তম বর্ষের শিক্ষার্থী।

চমেক হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত শিক্ষার্থীকে জরুরী বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২নং ক্যাজুয়ালিটি দেন। আহত শিক্ষার্থীর অবস্থা গুরুতর। চিকিৎসা চলমান রয়েছে এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে নজর রাখছেন চিকিৎসকরা।

আহত শিক্ষার্থীর আত্মীয় সায়েম সরোয়ার বলেন, একাডেমি থেকে মুশফিককে আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদেরকে খবর দিলে মেডিকেলে আসি। কর্তৃপক্ষ বলছে সে আত্মহত্যার চেষ্টা করছে।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে আত্মহত্যার চেষ্টা হিসেবে বিবেচনা করা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top