ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও নদী থেকে এবার ভিলেজারের নেতৃত্বে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব চললেও সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। সম্প্রতি বালির গর্তে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর পরও এ অপকর্ম অব্যাহত থাকায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার রাজঘাট এলাকার ঈদগাঁও নদীতে ড্রেজার-সেলো মেশিন দিয়ে রাতদিন অবৈধ বালি উত্তোলন করছে এলাকার চিহ্নিত বালি সিন্ডিকেট।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসনের গোচরে নদী থেকে সরকারি ইজারাবিহীন অবৈধ বালি উত্তোলন ও তা গ্রামীন সড়ক দিয়ে ডাম্পার যোগে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহের কারণে সরকারি অর্থায়নে নির্মিত রাস্তাঘাট দিন দিন নষ্ট হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে একদিকে সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা ধ্বংস হচ্ছে, অপরদিকে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব।
এলাকাবাসীর অভিযোগ চিহ্নিত এ বালি সিন্ডিকেট বিশেষ দালাল চক্রের মধ্যস্থতায় সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে পরিবেশ বিধ্বংসী এ অপরাধ চালিয়ে যাচ্ছে। যার কারণে সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।
তারা আরো জানান, কথিত ভিলেজার হোসেন মাঝি ও মোজাম্মেলের নেতৃত্বে কয়েকজনের সিন্ডিকেট এ অবৈধ বালি উত্তোলন চালিয়ে যাচ্ছে।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা পরস্পরকে দায়ী করে নিজেকে নির্দোষ দাবি করেন।
রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছেন বলে জানান।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. রাশিক আহসান বলেন, ‘বালি উত্তোলনের স্থান ঈদগাঁও নদীটি যেহেতু সরকারি খাস জায়গা, সেহেতু তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান ,অবৈধ বালি উত্তোলনের তথ্য জেনে তিনি সোমবার দুপুরে অভিযানে গিয়ে উক্ত স্থানে কাউকে পাওয়া যাযনি। অভিযানের সংবাদ পেয়ে হয়ত গা ঢাকা দিয়েছেন তারা।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন