চমেক হাসপাতালে এসির বিস্ফোরণে গুরুতর আহত ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছয়তলা ভবনের ওপর এসির কম্প্রেসার বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে ।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বলেন, হাসপাতালে ছয়তলা ভবনের ওপর কাজ করার সময় এসির কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে গণপূর্ত অধিদপ্তরের তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের কয়েকটি রগ কেটে গেছে বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কোনো রোগী বা ওয়ার্ডের কেউ আহত হননি। আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনকে আইসিইউতে রাখা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে পারিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top