ইসলামী ব্যাংকের কর্মী ছাঁটাইয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি পূর্বাঞ্চলীয় প্রদেশ সৌদি আরবের উদ্বেগ
আইনানুগ প্রক্রিয়ায় চাকুরিচ্যুতদের পুনর্বহাল দাবি

চাটগাঁ নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত ও ওএসডি করায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরবস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতি পূর্বাঞ্চলীয় প্রদেশ।

গত ১১ অক্টোবর, ২০২৫ তারিখে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাশেম বাবুল ও সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ সাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগের পাশাপাশি নিন্দা জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘‘সম্প্রতি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত ও ওএসডি করার খবর গণমাধ্যমে আর সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বৃহত্তর চট্টগ্রাম সমিতি পূর্বাঞ্চলীয় প্রদেশ, সৌদি আরব।

এ পরিস্থিতিতে চট্টগ্রামের হাজার হাজার পরিবার উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে সময় অতিবাহিত করছে। হঠাৎ করে হাজারো কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত তাদের জীবন-জীবিকা ও পরিবার-পরিজনের জন্য ভয়াবহ সংকট তৈরি করেছে। এ ধরনের পদক্ষেপ দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্যও হুমকি স্বরূপ।

তাই আমরা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই-মানবিক ও যৌক্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, আইনানুগ প্রক্রিয়ায় চাকুরিচ্যুতদের পুনর্বহাল করে বর্তমান সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান করা’’।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top