বান্দরবানে নাগরিক পরিষদের ডাকা ১৩ অক্টোবরের হরতাল প্রত্যাহার

বান্দরবান প্রতিনিধি: প্রশাসনের অনুরোধে বান্দরবানে ১৩ অক্টোবর, সোমবার ৮ দফা দাবিতে ডাকা সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

আজ রবিবার (১২ অক্টোবর) বিকেল ৩ টায় জেলা প্রশাসনের সাথে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে হরতাল প্রত্যাহারের বিষয়টি জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

প্রসঙ্গত, বিগত ৯ অক্টোবর সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজার সনদ বাতিলসহ ৮ দফা দাবিতে হরতালের ডাক দিয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেন, প্রশাসনের সাথে আমাদের একটি সিদ্ধান্ত হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই আমাদের ৮ দফা নিয়ে আলোচনা করবেন। যেগুলো তিনি (জেলা প্রশাসক) পারবেন নিজে সমাধান করবেন আর বাকীগুলো মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমন্বয় করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

চাটগাঁ নিউজইলিয়াছ/এমকেএন

Scroll to Top