রাউজান প্রতিনিধি: রাউজানের প্রবীণ সাংবাদিক ও চুয়েট জনসংযোগ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ফজলুল রহমানের শ্বশুর সরওয়ার উদ্দিন আহমেদ (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
আগামীকাল রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাউজান পৌরসভার সিকদার ঘাটা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রবীণ ও গুনী সাংবাদিক সরওয়ার উদ্দিন চট্রগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য। এছাড়া তিনি রাউজান প্রেস ক্লাবের (একাংশ) সভাপতিও ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন– উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, রাউজান পৌরসভার প্রশাসক অংচিং মারমা, রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি দীর্ঘ ৫৫ বছরের চাকুরী জীবনে একটানা ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে কর্মজীবনে তিনি দি ডেইলি করোনিকেল, দি ইউনিটি, ডেইলি ফিন্যান্সিয়েল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দি ডেইলি লাইফ, দি নিউ নেশান পত্রিকার ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিক্স টাইমস, দি ডেইলি কমার্শিয়াল টাইমস’র নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ