চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত এক কনসার্টে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শরীফ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে পণ্ড হয়ে গেছে কনসার্টও।
আজ শনিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে জিইসি মোড়ে অবস্থিত জিইসি কনভেনশন সেন্টারে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। যেখানে কনসার্টটি আয়োজন করেছিল মোটরসাইকেল ব্রান্ড হোন্ডা।
কনসার্টে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট শুরুর পর সন্ধ্যায় ব্যান্ডদল আর্টসেল মঞ্চে ওঠে গান গাইতে। তারা দুইটি গান গাওয়ার পর আর গান গাইতে অপারগতা জানায়। এশার আজান হওয়ার কিছুক্ষণ আগে কনসার্টের সামনে থাকা কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়। এ সময় কনসার্টে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে জিইসি কনভেনশনে তান্ডব চালানো শুরু করে বেশ কয়েকজন দুর্বৃত্ত।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি গুলি ছুঁড়তে বাধ্য হয়। এতে এক যুবক গুলিবিদ্ধ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নুরুল আলম আশেক জানান, জিইসি মোড় এলাকায় শরিফ নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে মেডিকেলে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে প্রেরণ করেছেন। শরিফ খুলশী ডেবারপাড় এলাকার বাসিন্দা বলে তিনি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা বলেন, হোন্ডা কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান ছিল জিইসি কনভেনশন হলে। ওই অনুষ্ঠানের একটি অংশ ছিল কনসার্ট। আয়োজকরা কনসার্টের অনুমতি নেননি। একপর্যায়ে সেখানে উশৃঙ্খল কিছু যুবক ও তরুণ ভাঙচুর চালায়। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে লাঠিচার্জ করে এবং ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জিইসি মোড়ে পরিস্থিতি এখনও থমথমে। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল পরিমাণ পুলিশ সেখানে মোতায়েন রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ