নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১৫ বার্মিজ গরু আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫টি বার্মিজ গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ অক্টোবর) সকালে ১১ বিজিবির নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, ১১ বিজিবির দায়িত্বাধীন মাঝিরকাটা এলাকায় অধিনায়ক লে. কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েসের নির্দেশনায় টহল দল গরুগুলো জব্দ করে। অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লে. কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত পথে গরু চোরাচালান প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।

তিনি আরও বলেন, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।

এদিকে জব্দকৃত গরুগুলোর সিজার ফরম প্রস্তুত করা হয়েছে। বিধি মোতাবেক শিগগিরই কাস্টমসের মাধ্যমে এসব গরু নিলামে তোলা হবে বলে জানিয়েছে বিজিবি।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top