সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বার আউলিয়ায় সুতা তৈরি কারখানা মার্স টেক্সটাইলে শ্রমিকদের বকেয়া মজুরির না দিয়ে কারখানা বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে এ অবরোধের কারণে মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হলে আটকা পড়ে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন।
এ সময় ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গত বৃহস্পতিবার থেকে শ্রমিকরা তাদের বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করছেন।
শনিবার দুপুরে কারখানা সামনে গিয়ে দেখা যায়, শত শত নারী পুরুষ শ্রমিক বিক্ষোভ করছে। দীর্ঘ সময় ধরে মালিকপক্ষ শ্রমিকদের বেতন বন্ধ করে কারখানা বন্ধ করার অভিযোগ করেছেন শ্রমিকরা। গত কয়েকদিন ধরে নারী ও পুরুষ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করছেন।
শ্রমিকরা জানিয়েছেন, মালিকপক্ষ কারখানায় শ্রমিকদের সাথে অমানবিক এবং নিষ্ঠুর আচরণ করছেন। বেতন কেটে নেওয়া, ছুটি চাইলে ছুটি না দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া, কোন আত্নীয়-স্বজন মারা গেলে পর্যন্ত ছুটি না দেওয়া এবং বকেয়া বেতন চাইলে চাকরী থেকে বের করে দেওয়াসহ নানা অভিযোগ করছেন।
সানজা রানী দাশ নামে নারী শ্রমিক জানান, আমি এ কারখানায় কাজ করছি প্রায় ১০ বছর যাবত। মালিক পক্ষ চরম নির্যাতন করছে। ঠিকমতো বেতন দেয় না, রাতের ডিউটি করলে কোন প্রকার নাস্তার বিল দেয় না। সামান্য কারণে বেতন কেটে নেয়। দুইমাস ধরে বেতন নাই। মানবতার জীবন যাপন করছি আমরা। মালিক পক্ষ যদি মিল চালাতে না পারে বন্ধ করে দিবে তবে আমাদের সকল পাওনা পরিশোধ করতে হবে।
শ্রমিক নেতা মোহাম্মদ আলী বলেন, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের উপর নির্যাতন করছে। মাসের পর মাস বেতন বন্ধ, বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ, শ্রমিকরা মানবতার জীবন যাপন করছে। প্রতিবাদ করলে চাকরি থেকে বের করে দেওয়া হয়। শ্রম আইনের কিছুই মানা হয়না এখানে। মালিক তার সমস্যার কারণে কারখানা বন্ধ করে দিক কোন সমস্যা নেই কিন্তু শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করতে হবে।
শ্রমিকদের আন্দোলনের সাথে একাগ্রতা প্রকাশ করে কারখানা প্রাঙ্গণে সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদক, চট্টগ্রাম জেলার লেবার কোর্টের সদস্য কমরেড মশিউরদৌলা, সদস্য মাহবুবুল হক চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ফৌজদারহাট-বাড়বকুণ্ড শিল্প জুনের সহ-সভাপতি কমরেড এড. জহির উদ্দিন মাহমুদ।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন