বান্দরবানে ৮ দাবিতে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবান জেলায় ৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর সকাল সন্ধ্যা হরতাল আহবান করছে পার্বত্য নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে হোটেল গ্র্যান্ড ভ্যালি মিলনায়তনে নাগরিক পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী মজিবর রহমান হরতালের ঘোষণা দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আবসার, দপ্তর সম্পাদক মো. জালাল।

সংবাদ সম্মেলনে কাজী মজিবর রহমান বলেন, তিন পার্বত্য জেলায় আমরা বাঙালিরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। এখানে জমি কিনতে, চাকরি পেতে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে রাজার সনদ লাগে—এটা কি স্বাধীন বাংলাদেশের আইন? আমরা তো এই দেশেরই নাগরিক। ৬১ জেলায় এক আইন আর তিন জেলায় ভিন্ন আইন চলতে পারে না। সুতরাং রাজার সনদ অবিলম্বে বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় বৈষম্য ও প্রশাসনিক অসামঞ্জস্য দূর করতে সংবিধানের আলোকে একক শাসনব্যবস্থা চালু করতে হবে।

সংগঠনটি তাদের ৮ দফা দাবি তুলে ধরে জানায়—

১. পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করে সংবিধান অনুযায়ী তিন পার্বত্য জেলার প্রশাসন পরিচালনা করা।

২. রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৬১ জেলার মতো ভূমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালু করা।

৩. বাজার ফান্ড প্লটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করা।

৪. উন্নয়নের স্বার্থে পরিবেশবান্ধব ইটভাটা, কলকারখানা ও ইন্ডাস্ট্রি স্থাপন করা।

৫. আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যাহার করা ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন করা।

৬. অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেফতার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।

৭. শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরিতে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা।

৮. রাজার সনদ প্রথা বাতিল করে পার্বত্য এলাকায় নাগরিক অধিকার পুনর্বহাল করা।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top