চসিকে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তার পদোন্নতি নিয়ে তোলপাড়!

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীর পদোন্নতি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এরই মধ্যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে তথ্য গোপন করে পদোন্নতির আবেদনের অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে হুমায়ুন কবিরকে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতি দেওয়ার ছয়দিন পরেই অপর এক আদেশে সেটি বাতিল করা হয়।

৫ অক্টোবরের বাতিল আদেশে জানানো হয়, চসিক মেয়রের অনুমোদনক্রমে এবং বাছাই কমিটি-১ এর সুপারিশের ভিত্তিতে হুমায়ুন কবিরের পদোন্নতির আদেশটি বাতিল করা হয়েছে।

এ বিষয়ে চসিকের সচিব (ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা) মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, ‘পদোন্নতির আদেশে একটি শর্ত ছিল যে, পদোন্নতি প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম বিরূপ, ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সেই আলোকে আমরা তার পদোন্নতি বাতিল করেছি।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় আমাদের আইন কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জানা যায়, গত বছরের ১০ মার্চ একটি দুর্নীতি মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তিনজন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় দুদক। ওই একই নথিতে দুদক চসিকের অতিরিক্ত হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

চসিক সূত্রের দাবি, মন্ত্রণালয় থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হলেও সেটি ২০২৪ সালেই মন্ত্রণালয়ে আটকে রাখেন হুমায়ুন।

তার বিরুদ্ধে দুদকের সুপারিশের বিষয়টি তিনি গোপন করে পদোন্নতির আবেদন করেন। পরে মেয়র শাহাদাত হোসেন দুদকের নথিটি হাতে পেলে পদোন্নতি সংক্রান্ত কমিটির একটি বৈঠক ডেকে ৫ অক্টোবর হুমায়ুন কবিরের পদোন্নতির আদেশটি বাতিল করার নির্দেশ দেন।

দুদক ওই একই সুপারিশে চসিকের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা (বাজেট) আশুতোষ দে, হিসাব রক্ষক (বিল) মাসুদুল ইসলামের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলে। তবে কোনো এক অদৃশ্য কারণে গত সরকারের অর্থ মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top