আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে বুধবার আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী মিরাজ। শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ।

এই ম্যাচে টপ অর্ডার ব্যাটার সাইফ হাসানের ওয়ানডে অভিষেক হয়েছে। তিনি এশিয়া কাপ দিয়ে টি-২০ দলে ফেরেন। এশিয়া কাপের পর আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজে ভালো করার পুরস্কার পেলেন ওয়ানডেতে।

মিরাজ টস জিতে বলেছেন, ২৮০ রানের উইকেট মনে হয়েছে তার। তারা তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছেন। এছাড়া টি-২০ সিরিজে পাওয়া মোমেন্টাম ওয়ানডে সিরিজে ধরে রাখতে চান।

ওয়ানডে দলে অনুমিতভাবে আছেন নাজমুল শান্ত। লিটন না থাকায় ওপেনিং করতে পারেন সাইফ হাসান। মিডল অর্ডারের বিবেচনায় তাওহীদ হৃদয়, জাকের আলী ও নুরুল হাসানকে রাখা হয়েছে। পেস বিভাগে নেই মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের সঙ্গে খেলছেন হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদেকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া করোটি, আল্লাহ গজনফর, বাশির আহমেদ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top