রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৪

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে আব্দুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুর পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। স্থানীয় লোকজন বলতেছে নিহত ব্যক্তি আব্দুল হাকিম বিএনপির কর্মী। তবে এই ঘটনার নিন্দা জানিয়ে নিহত হাকিম বিএনপি কর্মী নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানানো হয়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে তাদের মামলায় আসামি করা হবে।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় রাউজানের বাড়ি থেকে শহরে ফেরার পথে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় গুলিতে খুন হন রাউজানের বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কাছের হিসেবে পরিচিত ব্যবসায়ী আব্দুল হাকিম। দুর্বৃত্তরা হাকিমের গাড়ি আটকিয়ে কাছ থেকে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করে চলে যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাতে ও বুধবার স্থানীয় বিএনপি বিক্ষোভ করে রাউজানের কয়েকটি এলাকায়। তারা কাপ্তাই সড়ক কিছু সময় অবরোধও করে।

তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, হত্যাকারী ও হত্যার শিকার কেউই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top