চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামের এক হেফাজত নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছেন হেফাজত কর্মীরা।
আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড মোড়ে অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে হাটহাজারী থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী হাজার হাজার যাত্রী।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালের দিকে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় মাওলানা সোহেল চৌধুরীর। নিহত সোহেল চৌধুরী জন্মস্থান সন্দ্বীপ উপজেলার হলেও তিনি দীর্ঘ বছর ধরে পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, ঘটনার দিন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা রাউজানের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী যাচ্ছিলেন। পথিমধ্যে রাউজান উপজেলারনবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অতিক্রম করার সময় পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি বাস (চট্টমেট্টো ঘ ১১-১৯৮৫) তাকে বহনকারী মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মাওলানা সোহেল।
পরে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক বাসের চালক জানে আলম (৪০) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। বর্তমানে বাস চালক জানে আলম পুলিশ হেফাজতে আছে বলে হাটহাজারী থানা পুলিশ সূত্রে জানা গেছে।
হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. এমরান সিকদার জানান, তাকে পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘাতক বাস ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, হেফাজত নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
চাটগাঁ নিউজ/জেএইচ