চকবাজারে ফুটপাত দখল করে ব্যবসা, ৪৫ টি অস্থায়ী দোকান উচ্ছেদ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অবৈধভাবে ফুটপাত ও নালা দখল করে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কে বি ফজলুল কাদের রোড এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

তিনি বলেন, অবৈধভাবে ফুটপাত ও নালা দখল করে দোকান বা ভ্যানগাড়ি বসিয়ে এবং দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। আজকের অভিযানে আমরা ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছি।

এসময় অভিযানে ফুটপাতে দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। নগরবাসীর স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের উচ্ছেদ অভিযান চলবে। কেউ পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top