আবারও রক্তাক্ত রাউজান— এবার প্রাণ গেল গিয়াস কাদেরের অনুসারী আবদুল হাকিমের!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে আতঙ্কের জনপদ হিসেবে পরিচিত রাউজানের যেন মিটছে না রক্তের পিপাসা! একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যার তালিকায় এবার যুক্ত হলো উপজেলা বিএনপি নেতা আবদুল হাকিমের (৬৫) নাম। যিনি রাউজানের সম্ভাব্য বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান ঢোকার মুখে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় তার গাড়িকে উদ্দেশ্য করে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আবদুল হাকিমকে উদ্ধার করে নিকটস্থ চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। উক্ত এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামে একটি গরুর খামার রয়েছে। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির অনুসারী এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর আস্থাভাজন বলেও জানান স্থানীয়রা। তবে তার পদ পদবির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

অপরদিকে, কি কারণে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য তাৎক্ষণিক পাওয়া যায়নি। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তার ব্যবহৃত গাড়িটি থানা হেফাজতে নেয়া হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top