শাপলা চেয়ে ফের নির্বাচন কমিশনে চিঠি এনসিপির

চাটগাঁ নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক নিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বরং, শাপলাকে প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি। সেইসঙ্গে চিঠিতে শাপলার সাতটি নমুনাও তুলে ধরা হয়েছে।

‎মঙ্গলবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবকে ইমেইলের মাধ্যমে পাঠিয়েছে এনসিপি।

‎শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা’র যেকোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করবে বলে আবেদনে আশা প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

যদিও এরই মধ্যে কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। নিবন্ধন পেলেও শাপলা প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় দলটিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকেও জানানো হয়েছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, ‘এনসিপি আহ্বায়কের সই করা ইসির চিঠির জবাব ইমেইলের মাধ্যমে ফের ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। সচিব বিদেশে থাকায় আজ আমরা দেখা করতে যাইনি। মেইলে জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে।’

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top