চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীর এক মাদ্রাসা থেকে মো. সালাম (১৭) ও মো. রাতুল ইসলাম (১৬) নামের ২ কিশোরকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে দুটি দেশিয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়।
সোমবার (৬ অক্টোবর) বিকালে পৌরসভার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম প্রকাশ হাটহাজারী বড় মাদ্রাসা মাঠ থেকে তাদের সন্দেহভাজন চলাফেরার সময় আটক করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালের দিকে পৌরসভার ১ নং ওয়ার্ডের আলিপুরস্থ মুন্সিপাড়ার চৌধুরী বাড়ির মৃত আবুল কাশেমের পুত্র মো. সালাম এবং পৌরসভার ২নং ওয়াডের রঙ্গিপাড়াস্থ শাহেদুল হক সওদাগর বাড়ীর রফিক মিয়ার পুত্র মো. রাতুল ইসলাম হাতে ধারালো অস্ত্র (দা) নিয়ে মাদ্রাসা মাঠে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। এসময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে না পারায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ