চট্টগ্রাম চেম্বার নির্বাচন: ১৮ পরিচালকের পদের জন্য লড়বে ৫৭ জন

চাটগাঁ নিউজ ডেস্ক : চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচনে পরিচালকের ১৮ পদের বিপরীতে চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন ৫৭ প্রার্থী। অপরদিকে দুটি ক্যাটাগরির ৬টি পরিচালক পদে অতিরিক্ত প্রার্থী না থাকায় ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চেম্বার নির্বাচন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন বোর্ড থেকে রোববার (৫ অক্টোবর) প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যায়, অর্ডিনারি গ্রুপে মোট ১২টি পরিচালক পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এসোসিয়েট গ্রুপের ৬টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ১৬ জন। ট্রেড গ্রুপে তিনটি পরিচালক পদের বিপরীতে ৩ জন এবং টাউন এসোসিয়েশন-এ ৩ পরিচালকের বিপরীতে ৩ জন প্রার্থী থাকায় উক্ত ক্যাটাগরির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

চেম্বার সূত্র জানায়, এবারের নির্বাচনে চার ক্যাটাগরির মোট ২৪টি পরিচালক পদের জন্য ৭১ জন মনোনয়ন ফরম জমা দেন। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ৩৫টি মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরবর্তীতে তারা আপিল বোর্ডে আপিল করার পর ২৭ জনের প্রার্থীতা পুনর্বহাল করা হয়।

প্রসঙ্গত, প্রায় এক বছরের বেশি সময় প্রশাসক কর্তৃক পরিচালিত হবার পর আগামী ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে চেম্বার আবারও ব্যবসায়ীদের নেতৃত্ব ফিরে পাবে এটাই প্রত্যাশা ব্যবসায়ীদের।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top