ফটিকছড়ি প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সুয়াবিলের কৃতি সন্তান মোহাম্মদ নুরুল আলম আর নেই, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৫ অক্টোবর) ভোরে নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের টেকের দোকান সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৭০ বছর।
আজ বিকেল তিনটায় সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও এলাকাবাসী। নামাজে জানাজা শেষে তাঁকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি শিক্ষকতা করেছেন দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয়, সুবনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোসাংগিরী উচ্চ বিদ্যালয়, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আজ তাঁর ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন পেশায় ছড়িয়ে আছেন— কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ সাংবাদিক, আবার কেউ প্রবাসে দেশের গৌরব ছড়িয়ে দিচ্ছেন। তাঁদের হৃদয়ে প্রিয় শিক্ষককে ঘিরে এখন স্মৃতি আর শ্রদ্ধার বন্যা।
সহজ জীবনে মহত্ত্বের দৃষ্টান্ত সহকর্মীদের ভাষায়, নুরুল আলম স্যার ছিলেন একজন ভদ্র, বিনয়ী ও নিষ্ঠাবান শিক্ষক। তাঁর মতো সৎ ও সাদাসিধে মানুষ আজ সমাজে বিরল।
তিনি বিলাসিতা থেকে দূরে থেকে সহজ-সরল জীবন যাপন করতেন। ছাত্রদের প্রতি তাঁর আচরণ ছিল পিতার মতো স্নেহময়, আর মুখে সর্বদা হাস যা তাঁকে শিক্ষার্থীদের কাছে পরম শ্রদ্ধার মানুষে পরিণত করেছিল।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন