বিনোদন ডেস্ক: দেশের বাংলা সিনেমা জগতের অন্যতম সেরা জুটি নাঈম-শাবনাজ। ১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় তাদের অভিষেক ঘটে। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করেন তারা।
এরপর জুটি হিসেবে নাঈম-শাবনাজ অভিনয় করেন ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘ঘরে ঘরে যুদ্ধ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’সহ বেশ ক’টি সিনেমায়। আর সবগুলো সিনেমাই দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়।
এদিকে, প্রথম সিনেমাতেই একে অপরের প্রেমে পড়েন এই জুটি। এক সময় সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। আজ ৫ অক্টোবর সুখী তারকা দম্পতি নাঈম-শাবনাজের বিবাহবার্ষিকী। ১৯৯৪ সালের আজকের দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাঈম-শাবনাজ।
সিনেমায় নাঈম-শাবনাজের পথচলা ৩৪ বছরের আর সংসারজীবনে ৩১ বছর। তাদের রয়েছে দুই কন্যাসন্তান- নামিরা ও মাহাদিয়া। দুই সন্তানকে নিয়েই তাদের সুখের সংসার। বিশেষ এই দিনটিতে সবার কাছে দোয়া চেয়েছেন নাঈম ও শাবনাজ।
চাটগাঁ নিউজ/এমকেএন