কক্সবাজারে কৃষক হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া থানার চাঞ্চল্যকর কৃষক ছোটন হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃতরা হলো- পেকুয়া থানাধীন নোয়াখালী পাড়ার সৈয়দ আলম প্রকাশ গরু ছৈয়দ্যার ছেলে মো. জাহেদ (২৬) ও মো. তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ (২২)।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নিহত কৃষক ছোটন চকরিয়া থানাধীন সিকদার পাড়া এলাকার বাসিন্দা। সম্প্রতি প্রতিবেশি ফরিদ তার কাছ থেকে ব্যবহারের জন্য একটি টর্চ লাইট নিয়ে যায়। পরে ছোটন ফরিদের কাছ থেকে টর্চ লাইটটি ফেরত চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় ফরিদ ছোটনকে হত্যার হুমকি দেয়। গত ৪ সেপ্টেম্বর ছোটন বাড়ি থেকে কৃষি কাজের উদ্দেশ্যে বের হয়ে হয়। চন্দ্রঘোনা এলাকায় ফরিদ এবং তার অন্যান্য সহযোগীরা ছোটনকে কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চকরিয়া থানায় ৬ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টায় নগরীর পাহাড়তলী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জাহেদকে গ্রেপ্তার করা হয়। জাহেদের দেয়া তথ্যমতে এ.কে খান মোড় থেকে আরেক আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top