চাটগাঁ নিউজ ডেস্ক: চলে গেলেন দেশের খ্যাতিমান ইতিহাসবিদ, বোয়ালখালী তথা চাটগাঁর রত্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সুনীতি ভুষণ কানুনগো।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।
প্রয়াতের ঘনিষ্ঠজন সাংবাদিক মুস্তফা নঈম গণমাধ্যমকে জানান, ৮৯ বছর বয়সী সুনীতি ভূষণ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তাঁর স্ত্রী অধ্যাপক লীনা কানুনগো আগেই প্রয়াত হয়েছেন। তাঁদের একমাত্র সন্তান আমেরিকা প্রবাসী। নগরীর বাসায় কাকাতো ভাই গিটারিস্ট দোলন কানুনগো তাঁর দেখাশোনা করতেন।
জানা গেছে, আগামীকাল রোববার সকাল ১১টায় প্রয়াতের গ্রামের বাড়ি বোয়ালখালীতে সৎকারের আয়োজন করা হয়েছে।
ড. সুনীতি ভূষণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে ১৯৩৬ সালের ২৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের প্রাচীন বিদ্যাপীঠ বোয়ালখালীর স্যার আশুতোষ কলেজের ছাত্র ছিলেন। ১৯৬০ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭২ সালে তিনি পিএইচডি অর্জন করেন।
১৯৬১ সালে কর্মজীবন শুরুর পর তিনি বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারী কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল শিক্ষকতা শেষে ১৯৯৯ সালে অবসরে যান। ‘চট্টগ্রামের প্রাচীন ইতিহাস’, ‘বাংলার ইতিহাস প্রাচীন যুগ’, ‘হিস্ট্রি অব চিটাগং’সহ বহু গ্রন্থের রচয়িতা খ্যাতিমান এ ইতিহাসবিদ।
সুনীতি ভুষণ কানুনগোর মৃত্যুতে স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির পক্ষ থেকে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দীপেন চৌধুরী, সাধারণ সম্পাদক মুস্তফা নঈম ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল মোমিন।
জেএইচ