বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় জুটের কারখানায় আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় জুটের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে ধুকে ধুকে আগুন জ্বলে উঠে। প্রথমে পূর্ব পাশের কোনা থেকে হালকা ধোঁয়া উঠে। পরে আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে। পাশে থাকা কয়েকটি সেমিপাকাঘরেও আগুন লেগে যায়। সেখানের বসবাসকারীরা কোনভাবে প্রাণে বেঁচে যায়। পাশে থাকা আরেকটি ভবনে কোন ক্ষয়ক্ষতি না হলেও ভবনের বাসিন্দারা ঘর ছেড়ে নেমে আসে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আবাসিক এলাকার ভেতরে কি করে এমন কারখানা গড়ে ওঠে। এ থেকে কল্পলোক আবাসিক এলাকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দুটি পরিচালনা কমিটির ব্যর্থতার বহিঃপ্রকাশ ঘটেছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, শনিবার বিকেল সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়েছে। ১০ মিনিটের মধ্যে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। পরবর্তী ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার ফাইটাররা। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এছাড়া কারোর প্রাণহানির ঘটনা ঘটেনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top