চট্টগ্রামে অস্ত্র-কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী থেকে অস্ত্র-কার্তুজসহ মো. জাহিদুল হাসান মুরাদ ওরফে নুর ইসলাম (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় মজুরিপাড়ার ফরিদ মেম্বারের ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত আড়াইটায় মজুরিপাড়ার ফরিদ মেম্বারের ভাড়াবাসা থেকে নুর ইসলাম নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বায়েজিদ বোস্তামী খানাধীন মাইজপাড়া জারুয়ার দিঘির পাড় এলাকায় অস্ত্র-গুলি লুকিয়ে রেখেছে বলে জানায় নুর ইসলাম। ভোর ৫টায় মাইজপাড়া জারুয়ার দিঘীর পাড়ে একটি ঝোঁপের ভেতর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ৯টি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার ৪টিসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top