সোহান-শামীমের ব্যাটে সিরিজ জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায়ের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয়ে এগিয়ে গিয়েছিল জাকের আলির দল। শারজাহতে সিরিজের দ্বিতীয় ম্যাচেও রোমাঞ্চকর এক জয় পেল টাইগাররা।

১৪৮ রান তাড়া করতে নেমে সোহান-শামীমের ব্যাটিং নৈপুণ্যে শেষ ওভারের রোমাঞ্চে ২ উইকেটের দারুণ এক জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের আনন্দে মাতল বাংলাদেশ দল।

শারজাহতে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১৪৮। আগের ম্যাচের মতো আজ দলকে ভালো সূচনা এনে দিতে পারেননি দুই ওপেনার। দলীয় ৩ রানের মাথায় ফেরেন তানজিদ তামিম। ১৬ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরেছেন পারভেজ ইমনও। সাইফ হাসান শুরুটা ভালো করলেও ১৮ রানে তাকে থামিয়ে দেন মুজিবুর রহমান।

চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে আবারও জয়ের পথে ফিরিয়ে আনেন জাকের-শামিম জুটি। এই দুই ব্যাটার যোগ করেছেন ৫৬ রান।

২৫ বলে ৩২ রানে ফিরেছেন জাকের, শামিমকে ফিরতে হয়েছে ২২ বলে ৩৩ রান করে। অল্প সময়ের ব্যবধানে দুই সেট ব্যাটার ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে বাংলাদেশকে পথ দেখিয়েছেন নুরুল হাসান সোহান। ৩ ছক্কা ও ১ চারে সাজানো ২১ বলে ৩১ রানের ইনিংসই বাংলাদেশকে জয়ের পথে নিয়ে গেছে।

শেষের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। শরিফুল ইসলামের ৬ বলে ১১ রানের ক্যামিও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় শেষ ওভারের প্রথম বলেই।

এই জয়ে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর শারজাহতেই সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top