পড়া হয়েছে: 106
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল নগরীর বায়েজিদ বোস্তামী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. সাগরকে পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ