সীতাকুণ্ডে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আবদুল খালেক (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়াস্থ আবদুল নবী মাষ্টার বাড়ীর আবদুল হাদী দুলালের ছেলে।

আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ছোট কুমিরাস্থ ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে সাইকেল চালিয়ে আবদুল খালেক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এসময় ফায়ার সার্ভিসের টিম তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকামুখী চয়েস পরিবহনের একটি বাস সাইকেল আরোহী এক ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে তার মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top