আনোয়ারায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জাহেদুল ইসলাম (১১) আমির হোসেনের ছেলে এবং দক্ষিণ জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লামার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টায় জাহেদুলকে সাপ কামড় দেয়। তবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সন্ধ্যা ৭টায় পরিবারের সদস্যরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, জাহেদুল ইসলাম নামে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের পাশে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top