স্পোর্টস ডেস্ক: আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে তার আগেই নিশ্চিত হলো বড় চমক—গায়ক আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন।
আজ বুধবার (০১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগে তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে অনেক আসনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরিচালক নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন মীর হেলাল উদ্দিন। সেখানে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন গায়ক আসিফ আকবর। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও আহসান ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সবচেয়ে বড় আলোচনার জন্ম দেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের সঙ্গে তিনিও বিসিবি নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। এ তালিকায় আরও আছেন—সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থী।
ফলে এবারের বিসিবি নির্বাচনে প্রত্যাহার আর বিনা প্রতিদ্বন্দ্বিতার কারণে অনেক আসন আগেই নিশ্চিত হয়ে গেছে। ক্রিকেট অঙ্গনে তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসিফ আকবরের বিসিবি পরিচালক হওয়া।
চাটগাঁ নিউজ/এমকেএন