মহেশখালীতে অস্ত্র কার্তুজসহ ডাকাত জমির গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি: মহেশখালীতে মাছ ব্যবসায়ী তোফায়েল হত্যা মামলার আসামি ডাকাত জমিরকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার সময় হোয়ানক হরিয়ারছড়া এলাকা থেকে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তাকৃত ডাকাত জমির কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের মৃত ছদর আমিনের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালারমারছড়া মৎস্য ঘের থেকে মাছ ব্যবসায়ী তোফায়েল আহমেদ হত্যা মামলার আসামি জমির উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে জমিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কালারমারছড়া থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

মহেশখালী থানার ওসি মনজুরুল হক বলেন, অবৈধ অস্ত্রসহ জমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top