পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরে আত্মঘাতী হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। আজ মঙ্গলবার বিকেল কোয়েটা ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদরদপ্তরের সামনে এই হামলা চালানো হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পরে গুলিও চালানো হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, যাত্রীবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচলের সময় হঠাৎই মোড়ের পাশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে পড়ে। একটি বাসের যাত্রী ও পথচারীরা এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন।

দুর্ঘটনার পরপরই আশপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্টে আসিফ আলী জারদারি নিন্দা জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top